💡 আলোর প্রতিফলন থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন
- আলোর প্রতিফলনের সূত্র দুইটি বিবৃত কর।
- রৈখিক বিবর্ধন কী?
- দর্পণের মেরু কী?
- বাস্তব ও অবাস্তব প্রতিবিম্বের মধ্যে দুটি পার্থক্য লেখ।
- অন্ধকার ও তীব্র আলোর অনুভূতি চোখ কীভাবে বুঝতে পারে? ব্যাখ্যা কর।
- বক্রতার ব্যাসার্ধ কাকে বলে?
- রৈখিক বিবর্ধন 1 বলতে কি বুঝায়?
- আলোর প্রতিফলন কাকে বলে?
📘 আলোর প্রতিফলন – প্রশ্নসমূহ
ক
- আলোর প্রতিফলন
- ফোকাস দূরত্ব
- গোলীয় দর্পণ
- সমতল দর্পণ
- বক্রতার কেন্দ্র
- প্রতিবিম্ব
- প্রধান ফোকাস
খ
- নিয়মিত ও ব্যাপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখ।
- দাঁতের চিকিৎসায় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এবং কেন? ব্যাখ্যা করো।
- কোনো দর্পণ স্পর্শ না করে দর্পণটি কীরূপ তা কীভাবে সনাক্ত করবে?
- নিরাপদ ড্রাইভিং এর জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় ব্যাখ্যা করো।
- ভিউমিরর হিসেব সমতল দর্পণ ব্যবহার করা হয় না কেন?
গ
- উদ্দীপকের …..নং C ও F এর মধ্যে একটি বস্তু স্থাপন করলে তার বিম্বের বর্ণনা করো।
- উদ্দীপকের ….নং থেকে PQ বস্তুর প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো।
- উদ্দীপকের ….নং থেকে ফোকাস দূরত্ব নির্ণয় কর।
- উদ্দীপকের ……নং প্রতিফলন কোণ কত হবে।
ঘ
- উদ্দীপকের দর্পণগুলোর ব্যবহারের সুবিধা বর্ণনা করো।
- প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে ….নং এবং …..নং নম্বর দর্পণের তুলনা করো।
- উদ্দীপকের …..নং এর লক্ষবস্তুর বিম্বের অবস্থান চিত্রসহ বর্ণনা করো।